ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ধূম্রজাল

শাহিদ খান ফরহাদ

প্রকাশিত : ১৪:৪৬, ১৭ জুলাই ২০২০

গো-পাঠার রক্তে 
হোলি উৎসবের গন্ধে,
ঘোর কাটেনা আমার
চিরো দ্বিধা দ্বন্ধে।

শাণিত তলোয়ার আর রামদা
জয় ধ্বনিতে মারছো জীব,
জানিত পেয়ালা পিয়াসের ধান্দা
জেগে-ঘুমে করছো মনিব।

ওহে বলি  শোন 'বলি আর কোরবান'
সত্য কালি, বলি আল্লাহ মেহেরবান।
জয়ার তরে কাম বাসনায়
হলো বলি যে পাঠা,
মস্তকে তার শিং ছিলো না
সে ছিলো নর পাঠা।

শোন আশরাফ ঘাতিছো তুমি
অবলা জীবের প্রাণ,
পশুত্বকে লালন করে ভাবছো
পাবে পাপে পরিত্রাণ?
চতুষ্পদ মূখ্য নয় রে
দিতে বলি কোরবান,
আত্মশুদ্ধিতে লাভ করো
দিয়ে পশুত্বের বলিদান।

জীব হত্যা অহিংস পরম ধর্ম
জিয়ো মনীষীদের মান,
আত্মশুদ্ধিতে কর্ম করো
পাবে পাপের পরিত্রাণ।
‘সৃষ্টিকর্তা এক, অসীম মহান’।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি