ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

মহীয়সী

চিন্ময় রায় চৌধুরী 

প্রকাশিত : ২১:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ০১:৩৯, ৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

একটি ভাল মানুষ দাও
শেখ হাসিনার মত
যার কোন লোভ নেই
কর্মে নিবেদিত।

হৃদয় যার ভালবাসায়
বঙ্গবন্ধুময়
মমতায় ভরা প্রাণ
থাকে সব সময়।

অসীম সাহস বুকে যার
ভীতির নেই লেশ
যতই কঠিন হোক না বাধা
জটিল পরিবেশ।

পদ্মা নদীর মত তাঁর 
দৃঢ়চেতা মন
সেই নদীতে সেতু বাঁধার
করলো আয়োজন।

দেশি দালাল, বিশ্ব ব্যাংক
সবে মিলে মিশে
স্বপ্ন ভেঙ্গে চাইলো দিতে
মিথ্যে কথার বিষে।

নদীর স্রোত থামে না তো
অবিরাম চলে
তাইতো নদী শেখ হাসিনার
মনের কথা বলে।

থামবে না সে কোন কালে
থাকতে এ জীবন
লক্ষ্য অটুট রাখতে জানে
মহৎ লোকের পণ।

মায়ের মত, মেয়ের মত,
বোনের মত তাঁর 
স্নিগ্ধ হাসির নিবিড় মায়ায়
সবেই আপন যার।

একটি ভাল মানুষ দাও
শেখ হাসিনার মত
কর্ম-নিষ্ঠ, দক্ষ, সৎ
থাকে অবিরত।

      
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি