ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

ধান ক্ষেতে বুনো ঘাস

চিন্ময় রায় চৌধুরী 

প্রকাশিত : ২০:১০, ১০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:১৪, ১০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঘাপটি মেরে, গোপন করে
আসল পরিচয় 
দুরাচার, দুর্বৃত্ত 
সমাজ করে ক্ষয়।
চাটুকার বার, বার
করে তোষামোদ,
চুপিসারে একেবারে
ঘটাতে বিপদ।
এরা ছিল চারপাশে
জাতির পিতার
সেই ধারা আজও আছে
নেই প্রতিকার।
সাবধান দেশবাসী 
থেকো ঘরে ঘরে
চিরদিন ঘোলাজলে
ওরা মাছধরে।
পদ্মার সেতুতে
ধাক্কা যে মারে
অশনির সংকেত
আমি বলি তারে।
মেরে থাকে ঘাপটি 
সব দুর্বৃত্ত
ওরা সব চাটুকার
শত্রুর ভৃত্য। 
নিড়ানির প্রয়োজন 
হয় সব ক্ষেতে,
তা না হলে বুনো ঘাস
ওঠে খুব মেতে।
আজ তাই বলে যাই,
“ওগো ক্ষেত রানী
ভুলে যেও নাকো দিতে,
ক্ষেতে নিড়ানি।”
তাহলে যে আগামীতে
সমূহ বিপদ,
হয়েছিল এই পথে
মেঘনাদ বধ।
সুন্দর নয় কভু 
কুটিলের মন
কোনদিন কেউ নয়
তার প্রিয়জন।
হাত ছাড়া হতে পারে
এই দিন চিরতরে 
আজি বুনোঘাসগুলো 
তুলে ফেল, তুলে ফেল।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি