ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

বুকমার্ক

কিংশুক চক্রবর্তী

প্রকাশিত : ২১:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ২২:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বুকমার্ক

কিংশুক চক্রবর্তী

পাতা উল্টে যাচ্ছে সময় 
ইতিহাসের মাস্টারমশাই জুগিয়ে চলেছেন 
এম্পটি শিট 
নিমগ্ন ঋষি বাল্মীকি 
 যেন ঘড়ির কাঁটায় 
ঝড় রোদ বৃষ্টি ফেলে যাক ছায়া আপন খেয়ালে 
ভ্রুক্ষেপহীন - সে যেন এখনও নির্মম রত্নাকর 

টেনে নিয়ে যাচ্ছ 
হয়তো ভেসে যাচ্ছি কখনো জোয়ারে 
শুশুকের ডুব 
লেজে হাল ধরে পদ্মার মাঝি 
চিনছি পাথরের 
আরেকটু গভীর 

মহাকাল,
রাত হলে জানো কি 
ফিরে যাই কত নম্বর পৃষ্ঠায়
ঝুরি হয়ে নামে আঁকা বাঁকা অক্ষর 
আগুন জ্বালায় মরা কাঠে 
কিছু বুকমার্ক

(কিংশুক চক্রবর্তীর গুচ্ছ কবিতা : কিংশুক চক্রবর্তী পশ্চিমবঙ্গের কবি, লেখক ও পর্যটন বিশেষজ্ঞ)


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি