ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

প্রবাসী কবি সাজেদুল চৌধুরী রুবেলের কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ২২:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪

প্রবাসী কবি ও লেখক আয়ারল্যান্ড সরকারের পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাজেদুল চৌধুরী রুবেলের শিশির ঝরা কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার উন্মোচন মঞ্চে এর মোড়ক উন্মোচন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।  

প্রকাশনী সংস্থা চৈতন্য থেকে প্রকাশিত বইটিতে ৫৩টি কবিতা রয়েছে। বইমেলার ১০৫ ও ১০৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।  

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, লেখক এর ছোট ভাই সাংবাদিক আকাশ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

তবে লেখক সাজেদুর চৌধুরী রুবেলের মাতা সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে বই মেলায় গিয়ে স্বশরীরে মোড়ক উন্মোচন করতে না পারায় তার সেজো সন্তানের গেন্ডারিয়ার বাসায়  পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মোড়ক উন্মোচন করেন। এসময় এই রত্নগর্ভা মা নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি