ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১২ জন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় পুরস্কারের জন্য তাদের মনোনীত করে বাংলা একাডেমি। শনিবার বিকালে সাড়ে ৪টার দিকে ১০টি বিভাগে পুরস্কারপ্রাপ্ত ১২ জনের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম (কবিতা), মামুন হুসাইন (কথাসাহিত্য), মাহবুবুল হক (প্রবন্ধ), রফিকউল্লাহ খান (গবেষণা), আমিনুল ইসলাম ভুইয়া (অনুবাদ সাহিত্য), কামরুল হাসান ভূঁইয়া ও সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), শাকুর মজিদ (আত্মজীবনী/স্মৃতিকথা), মলয় ভৌমিক (নাটক), মোশতাক আহমেদ (বৈজ্ঞানিক কল্পকাহিনী) এবং ঝর্ণা দাশ পুরকায়স্থ (শিশুসাহিত্য)।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি