ঢাকা, সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় নিজ বাসায় কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা

কুবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)। সুমাইয়া আক্তার। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। 

রোববার রাত ১১টায় ৯৯৯ এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলোর সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে সেখানে যাই। লাশ মর্গে আছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। 

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো কি ব্যবস্থা নেওয়া যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি