ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আমারও ঘুমেরও রাত্রিগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সোনামুখি সুই-য়ের সুতীক্ষ্ণ শীর্ষে

ঝলসে ওঠে যুদ্ধদেবতা মার্স,

ভ্রুবিন্দুতে নক্ষত্রকণা,

সঙ্গীতে পূর্ণগর্ভা জ্যোৎস্না দেখে

বিছানায় ঘুমের মড়কপ্লাবন।

 

নিদ্রাকাতর চক্ষুজুড়ে কেবলই ক্ষয়

রানী পদ্মাবতীর জহরব্রতে,

আলোর গতিতে ফুরায় আয়ু

আমারও। ঘুমেরও। রাতেরও।

 

রাত্রিউন্নিদ্র রৌদ্রে করি বোপন

সুখনিদ্রার বীজাঙ্কুর।

আমিও, ঘুমও,আমাদের রাতও

ছুঁতে চায়,

নদী এবং শুভ্র প্রশান্তির প্রভাতগুলো।

 

(পাঠকারিগণের প্রশান্তির  নিদ্রা হোক)

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি