ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

মনে পড়ে মল্লিকা?

মো. ইসরাফিল আলম

প্রকাশিত : ০৯:১৪, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মনে পড়ে মল্লিকা?

মনে পড়ে মল্লিকা?
তুমি এলে এক বর্ষণমুখর রাতে
তুমি এলে এক বিপর্যয়ের রাতে
তুমি এলে ঘনবর্ষার আঁধার রাতে
তুমি এলে ধীর ভীরু পায়ে
তুমি এলে অন্ধ বিশ্বাসে অজানার কাছে
তুমি এলে আলহেলালের আলোয় ভেজা শরীরে
তুমি এলে সৃষ্টিকর্তার রহমতের রাতে
তুমি এলে সুবহ্‌সাদিকের আজানের সুরে
মনে পড়ে মল্লিকা?

সেদিন ছিল পৃথিবীময় আনন্দের কলরব
কিন্তু তুমি আর আমি ছিলাম পবিত্র শপথের সাথে,
সেদিন চলে গেছে অন্যরকম শিহরণের সাথে
সেদিন চলে গেছে অনাদিকালের গহবরে
রাত দিন কিভাবে শেষ হয়ে যায়,
চলে যায় অনন্তের অসীম আঁধারে
তুমি আর আমি শুধু থেকে যাই অনাবিল আস্বাদে।।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি