ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ছয় লেখক পেলেন পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ৮ জানুয়ারি ২০২২

দুই ক্যাটাগরিতে পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক। 

শুক্রবার সকালে যশোরে আয়োজিত পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসবের শুরুতেই এ পুরস্কার ঘোষণা করা হয়। বরেণ্য তিন লেখককে জানানো হয় সম্মাননা।

যশোরের আরআরএফ টার্ক সেন্টারে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে প্রধান অতিথি হিসেবে যোগদেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম।

অন্যদিকে পূর্বপশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান, কবি সেঁজুতি বড়ূয়া এবং কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ।

উৎসবে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন ও কবি দারা মাহমুদকে বিশেষ সম্মাননা জানানো হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, মাকিদ হায়দার, মজিদ মাহমুদ, চঞ্চল শাহরিয়ার, মনি হায়দার, আশরাফ জুয়েল, ইকবাল রাশেদীন, চঞ্চল কবীর, রাসেল রায়হান, কিঙ্কর আহসান, হামীম কামাল, শিমুল সালাহউদ্দিনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কবি ও কথাসাহিত্যিক।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে পূর্বপশ্চিম সংগঠনটি বাংলা ভাষা ও শিল্প-সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি