
চলতিমাসের ১৯ তারিখের মধ্যেই, সব ধরনের তামাক পণ্যে সচিত্র সতর্ক বার্তা ছাপানোর আইনি বাধ্যবধকতা থাকলেও সংশ্লিষ্ট কোম্পানীগুলোর এখনও তেমন কোন দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তামাক জনিত মৃত্যু রোধে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী বাস্তবায়ন’ শিরোনামে আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন। সেসময় তারা আরো অভিযোগ করেন, বিড়ি, সিগারেট, হুক্কা কিংবা তামাক পণ্য যা মানবদেহের প্রতি সরাসরি বিষ কিন্তু এগুলোকে কখনই নিন্দার চোখে দেখা হয় না। আর, আইনের বাস্তবায়নেও তেমন একটা নেই বলেই, সমাজে এর প্রসার বেড়েই চলছে।