ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ৭ জুন ২০১৭ | আপডেট: ১০:০৮, ৭ জুন ২০১৭

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। পশ্চিম পাকিস্তানীদের শোষণ, নির্যাতন আর অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে, মুক্তিযুদ্ধের পাঁচ বছর আগেই ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৬৬ সালের ৫ই ফেব্র“য়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫ই ফেব্র“য়ারির উত্থাপিত ৬ দফা দাবি, ২১শে ফেব্র“য়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে অনুমোদিত হয়। ১৮ই মার্চ রেসকোর্স ময়দানে জনগণের উদ্দেশ্যে তা প্রচার করেন বঙ্গবন্ধু। ৩০শে মে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ওয়ার্কিং কমিটির সভা থেকে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার, অত্যাচার এবং শেখ মুজিবসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে ৭ জুন হরতাল আহবান করা হয়। সেদিন তেজগাঁওয়ে শ্রমিক মনু মিয়াসহ বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে ৪১ জন নিহত হয়। গ্রেফতার করা হয় অনেককে। সেই থেকে ৭ জুন পালিত হয়ে আসছে ঐতিহাসিক ৬ দফা দিবস। রাষ্ট্রবিজ্ঞানীতের মতে, ৬ দফা ছিলো মূলত বাঙালীর মুক্তির সনদ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি