ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

আজ বিশ্ব বাবা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১২:২০, ১৯ জুন ২০১৭

বিশ্ব বাবা দিবস আজ। বিশ্বে একেকটি দেশ একেক দিন বাবা দিবস পালন করলেও বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বেশিরভাগ দেশ জুন মাসের তৃতীয় রোববার দিবসটি পালন করে আসছে। সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিটি বাবাই অক্লান্ত পরিশ্রম করছেন। তাই একটি দিন শুধুই বাবার জন্য। আর বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসায় যত্নবান হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের।
বাবা মানে নির্ভরতা, বাবা মানেই বিশালতা, বাবা মানেই নিরাপত্তার চাদরে মোড়ানো শর্তহীন ভালবাসা।
সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য কতই না ত্যাগ স্বীকার করেন একজন বাবা। শুধু প্রিয় সন্তানের ভষ্যিতের কথা ভেবেই এভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ভ্যান চালক বারেক মিয়া। সন্তানের মাথার ওপর যার স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো।
সন্তানের জন্য তার মতোই কঠোর পরিশ্রম করছেন সব বাবা। যাদের সবার সন্তান বড় হবে, বেড়ে উঠবে প্রকৃত মানুষ হিসেবে।
তবে, হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি সন্তানদের এক অসীম নস্টালজিয়ায় ডুবিয়ে দেয়। তাইতো বাবার আদর-শাসন আর বিশ্বস্ততার ছায়াতলে থাকতে চায় সব সন্তান।
কোনো কিছুতেই বাবার ঋণ শোধ করা যায় না। তবে জীবদ্দশায় তার প্রতি ভালবাসা দেয়ার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
আর সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়তে প্রতিটি বাবাকে যতœবান ও সর্তক হওয়ারও পরামর্শ দিলেন তিনি।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি