ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ৩০ জুন ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ এর আওতায় কঠোর লকডাউনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বাতিল করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বুধবার (৩০ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বেবিচক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আগামী ১লা জুলাই হতে ৭ই জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সকল অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সমূহ বাতিল ঘোষণা করছে। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। উল্লেখ্য যে, এই ফ্লাইট সমূহে শুধুমাত্র বিমানের টিকেটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীগণই ভ্রমণের সুযোগ পাবেন।

আরও বলা হয়, ‘১ থেকে ৭ জুলাই এর মধ্যে বাতিলকৃত ফ্লাইট সমূহের টিকেটধারী সকল সম্মানিত যাত্রীগণ এই টিকেট এর মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি