ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন আবিদা ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সরকার, দক্ষিণ কোরিয়ায় (কোরিয়া প্রজাতন্ত্র) নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

মেক্সিকোয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্তির পাশাপাশি তিনি একইসাথে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেরও দায়িত্ব পালন করবেন। পেশাজীবী কূটনীতিক আবিদা ইসলাম ১৫তম বিসিএস’র মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন।

বর্ণাঢ্য কূটনৈতিক পেশায় তিনি ইতোমধ্যে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতাস্থ বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও, পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাকালে তিনি নানা উইংয়ে বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবিদা ইসলাম পরবর্তীতে অস্ট্রেলিয়ার মনাস ইউনির্ভাসিটি থেকে পররাষ্ট্র বিষয়ক ও বাণিজ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি