ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

টিকা উৎপাদনে বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে চীনা প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান (ডিসিএম) হুয়ালং ইয়ান আজ বলেছেন, চীনা টিকা উৎপাদন গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) কোম্পানিগুলো এখানে যৌথ উদ্যোগে চীনা টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

তিনি আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, চীনা টিকা গবেষণা ও উন্নয়ন কোম্পানিগুলো বাংলাদেশে ভবিষ্যতে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের জন্য বাংলাদেশী অংশীদারদের সঙ্গে কাজ করছে।

হুয়ালং ইয়ান বলেন, চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সহযোগিতামূলক উৎপাদন চালিয়েছে এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট বিদেশী কোম্পানিগুলোকে সহযোগিতা দিয়েছে।

তিনি আরো বলেন, চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশকে টিকা সরবরাহ করেছে এবং কোভাক্সকে ১০ মিলিয়ন ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে। তিনি বলেন, চীনা টিকাগুলোই হচ্ছে অনেক উন্নয়নশীল দেশে প্রাপ্ত টিকার প্রথম ব্যাচ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি