বাংলাদেশি নাবিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের দাবি
প্রকাশিত : ১৮:১৪, ৭ জুলাই ২০২১

বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চীফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা এবং মহাসচিব ক্যাপ্টেন সাদেক সালেক এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ২০ হাজার মেরিন ইঞ্জিনিয়ার/অফিসারদের এবং রেটিংন্সদের দ্রুত করোনার প্রতিরোধী ভ্যাকসিনেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের প্রায় ২০ হাজার নাবিক দেশি-বিদেশি স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে চাকরিরত আছেন। প্রতিবছর তারা প্রায় ৪'শ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে যোগান দিচ্ছে। আন্তজার্তিক আমদানি-রপ্তানি বাণিজ্যির ৯৫ শতাংশ পরিবহন সম্পন্ন হচ্ছে নাবিকদের হাত ধরে। দুঃখের বিষয় হলেও সত্য বাংলাদেশের অবহেলিত নাবিকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও করোনা টিকার অগ্রাধিকার তালিকায় তাদের রাখা হয়নি। যাহার ফলে ইউরোপ, আমেরিকার এবং সিঙ্গাপুর ভিত্তিক বিভিন্ন কোম্পানীতে তাদের যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তজাতিক শিপিং বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত এবং ফিলিপাইন সরকার তাদের দেশের নাবিকদের বিশেষ প্রকল্পের আওতায় দ্রুত ভ্যাকসিনেশনের উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের প্রস্তাবে জাতিসংঘ করোনা মহামারির শুরুতেই নাবিকদের অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া নৌ-মন্ত্রী, সচিব এবং নৌ পরিবহন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক দীর্ঘদিন থেকে বাংলাদেশের নাবিকদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন প্রদানের চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরকে বার বার অবহিত করার পরও নাবিকদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ভ্যাকসিন প্রদানের বিষয়ে এখন পর্যন্ত কোন নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় আমরা চরম হতাশ এবং ক্ষুদ্ব।
বাংলাদেশ মার্চেন শিপিং ফেডারেশনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদেশি কোম্পানীগুলো করোনা ভ্যাকসিন গ্রহনের সার্টিফিকেট না থাকলে নাবিকদের জাহাজে নিয়োগ দিচ্ছে না। যাহার ফলশ্রুতিতে বাংলাদেশের নাবিকদের চাকরির বাজার দখল করে নেওয়ার সুযোগ পেয়েছে ফিলিপাইন ও ভারত। এর ফলে একদিকে বাংলাদেশ হারাচ্ছে মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা এবং নাবিকদের পরিবারগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে হতাশ হয়ে পড়েছে।
নাবিকদের এই নেতারা মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সৃষ্টি আকর্ষণ করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং নাবিকদের কর্মস্থানের সুযোগ অব্যাহত রাখতে নাবিকদের দ্রুত করোনা ভ্যাকসিন প্রদানে আহবান জানিয়েছেন।
কেআই//
আরও পড়ুন