ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আম পেয়ে আপ্লুত মমতা ব্যানার্জি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৮ জুলাই ২০২১ | আপডেট: ২০:৩৮, ৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের আম পেয়ে আপ্লুত হয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান। ইমরুল কায়েস জানান, আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে এসব কথা বলেন মমতা ব্যানার্জি।

চিঠিতে মমতা লিখেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি