ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

লেঃ কর্নেল আনোয়ারুল আজীম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৯ জুলাই ২০২১ | আপডেট: ১৬:৩৭, ১০ জুলাই ২০২১

লেঃ কর্নেল আনোয়ারুল আজীম হেলাল

লেঃ কর্নেল আনোয়ারুল আজীম হেলাল

Ekushey Television Ltd.

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম হেলাল (৫২) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি গত বছরের এই দিনে করোনা আক্রান্ত হয়ে ঢাকা'র সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তাকে চট্টগ্রাম সেনানিবাসে যথাযোগ্য সামরিক মর্যাদায় দাফন করা হয়।

তিনি গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা নিয়েছিলেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকা'র সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৯ জুলাই সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কর্নেল আজীম। 

উল্লেখ্য, তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ন চট্টগ্রাম রিজিউনের লজিস্টিক অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। 

জিবতদশায় তিনি অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন। তিনি পিতা-মাতা, তিন ভাই, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক মাস্টার আজিজ উল্লাহর বি.এ প্রথম সন্তান।

এছাড়া ১৯৯৯ সালে কর্নেল আজীমের বড়ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কর্নেল আজীমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্তান হারিয়ে আজিমের পিতা মাতা শোকে-বিধুর হয়ে দিন কাটাচ্ছেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তানের মঙ্গল কামনা করে দেশবাসির কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন মরহুমের পিতা। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি