প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ কবিরের
প্রকাশিত : ২১:০১, ১১ জুলাই ২০২১

গিয়াস উদ্দিন কবির
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করছে গিয়াস উদ্দিন কবির নামে এক ব্যক্তি। সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের জালে ধরা পড়েছেন এই প্রতারক।
কবির বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে চাইতেন মোটা অংকের টাকা। টানা না পেলে দিতেন হুমকি-ধামকিও। এভাবে দীর্ঘদিন ধরে মন্ত্রী-এমপিসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এ ধরনের অভিযোগের ভিত্তিতে উক্ত চক্রকে শনাক্ত করে রোববার (১১ জুলাই) ভোর ২ টা ৫ মিনিটে কুমিল্লা জেলা থেকে গিয়াস উদ্দিন কবির (৩৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে উক্ত মোবাইল ও সিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে।
সিটি-সাইবার জানায়, এই চক্র কুমিল্লা জেলার এডভোকেট কামাল হোসেন এর নিকট থেকে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে। এই চক্র প্রতারণার অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে কখনো ভয়েস কল বা কখনো মেসেজের মাধ্যমে টাকা দাবি করে।
আরোও জানায়, এই চক্র ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে বিভিন্ন ব্যক্তির চাকুরী বা বদলী করবে বলে টাকা দাবি করে। কেউ অজ্ঞাত ব্যক্তির কথা মতো টাকা দিতে অস্বীকার করলে সে ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদান করত। অনেকে মান সম্মানের আশঙ্কায় বিবাদীকে বিভিন্ন পরিমাণ টাকা প্রদান করে।
উক্ত বিষয়ে পল্টন থানায় মামলা নম্বর ১১, তারিখ ১০/০৭/২০২১, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩/২৪ ধারায় রজু করা হয়। আদালতে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এসি
আরও পড়ুন