ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সরকার সংস্কৃতি কর্মীদের বিষয়ে আন্তরিক: সংস্কৃতি প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব এবং সংস্কৃতি কর্মীদের বিষয়ে আন্তরিক।  

প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ জেলার কর্মহীন ১শ’ ৫ জন অসচ্ছল সংস্কৃতি কর্মীর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন। 

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি সেবীদের মাঝে দ্বিতীয় দফায় আর্থিক অনুদান দেয়া হচ্ছে। 

গত বছর দেশের কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের বেশি সংস্কৃতি সেবিকে এক কালীন ৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ বছরও এ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

কে এম খালিদ আরো বলেন, ময়মনসিংহকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা জিমনেসিয়ামের সম্মুখে মুক্তমঞ্চ নির্মাণ করা হয়েছে। জয়নুল আবেদীন সংগ্রহশালা ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্পের সমীক্ষা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। 

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা কালচারাল অফিসার মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ১শ’ ৫ জন সংস্কৃতি কর্মীর মধ্যে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। সরাসরি ১২ জনের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি