ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করেছে। এক হাজার ১৮০ শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ এ টাকা মঙ্গলবার ব্যাংকে ছাড় করা হয়।

মহামারি করোনাজনিত পরিস্থিতিতে কঠিন লকডাউনের মধ্যেও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কোরবানি ঈদের আগেই অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা এ জন্য অফিস করেন। মঙ্গলবার ছাড় করা এই টাকা ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এক হাজার ১৮০ শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে গত ১৬ জুন ৫৭১ অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়। এছাড়া করোনাজনিত পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়কালে ১২ হাজার সাতশ’ ৪৮ শিক্ষক- কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি