ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ঈদের দিন কাটতে পারে রোদ-বৃষ্টিতে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

এবার ঈদুল আজহার দিন আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকতে পারে। সকালের দিকে রোদ থাকলেও দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা পাওয়া যেতে পারে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চার দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তবে তা অল্প সময়ের জন্য হতে পারে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি