ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের মেয়রের মায়ের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ২৫ জুলাই ২০২১ | আপডেট: ০০:০৬, ২৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিনী এবং নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত রোগে তিনি আজ রোববার বিকাল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। 

মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে আহম্মদ আলী রেজা উজ্জল নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। নগরীর মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি