ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

ব্রুনাইয়ের সুলতানের সফরে যেসব চুক্তি হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:১৭, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া তিনদিনের সফরে ঢাকা আসছেন আগামী শনিবার (১৫ অক্টোবর) । 

তার এই সফরে জনশক্তি রফতানি, বিমান চলাচলসহ কয়েকটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার (১১ অক্টোবর) এক ব্রিফিংয়ে তিনি জানান, ১৫ থেকে ১৭ অক্টোবর বাংলাদেশ সফর করবেন ব্রুনাইয়ের সুলতান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের দ্বিতীয় দিন দ্বিপাক্ষিক বৈঠক হবে। 

তিনি জানান, এটি ব্রুনাইর রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর হবে। সুলতানের এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশের নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক।

প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি কর্মী বর্তমানে ব্রুনাইতে কাজ করছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি দেশটির সুলতানের আসন্ন সফরে প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত এক দশকে ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ,  ওআইসিসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনে দুই দেশ অভিন্ন মনোভাব পোষণ করে। 

“বাংলাদেশের হালাল মাংসের বড় উৎস হতে পারে ব্রুনাই। বাংলাদেশ থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা গুরুত্ব দিচ্ছে ব্রুনাই। বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধ দেশটি থেকে সাথে জ্বালানি আমদানির উপর গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে আলোচনা বেশ এগিয়েছে।” 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশ চায় এই যুদ্ধ বন্ধ হোক। এর কারণে পণ্যের সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া এক নৈশভোজে যোগ দেবেন সুলতান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনাই সফর করেছিলেন। সে সময় দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছিল। ব্রুনাই সুলতানের বাংলাদেশ সফরে এ সমঝোতা স্মারকগুলো কার্যকরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি