এনআইডি নিয়ে মাথা ঘামাতে চায় না ইসি
প্রকাশিত : ১৭:০৭, ১১ অক্টোবর ২০২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ হস্তান্তরে সরকারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেলেও ভোটার তালিকা স্বচ্ছ থাকবে বলে মনে করছেন সিইসি।
নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত সব কাজ। এমন বিধান রেখে ১০ অক্টোবর মন্ত্রিপরিষদ, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। আইনটি পাস হলে তিন থেকে চার বছর পর থেকে জন্ম সনদের সঙ্গে এনআইডি যুক্ত হবে।
এনআইডি হস্তান্তর প্রসঙ্গে কি ভাবছে নির্বাচন কমিশন; সিইসি তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, "ইসির কাজ নির্বাচন করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি হস্তান্তরে আইন এখনো হয়নি, নীতিগত অনুমোদন হয়েছে মাত্র। এটি নিয়ে ইসি মাথা ঘামাবেনা।"
"নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কিনা সেটি নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনো প্রয়োজন নেই।" বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এছাড়া ৮ অক্টোবর নির্বাচন কমিশনে আসন্ন জেলা পরিষদ ও বিভিন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বৈঠক করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে মন্তব্য করেন সিইসি।
এসবি/
আরও পড়ুন