ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন নতুন চার উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৭ আগস্ট ২০২৪ | আপডেট: ১৬:৫১, ১৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে সাভারে যাচ্ছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়া নতুন চার উপদেষ্টা। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।

তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার পর বঙ্গভবনে এই চার উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একই দিন রাতে তাদের মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।
এতে দেখা যায়, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া হয়েছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়।

লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেন। তার দপ্তর পরিবর্তন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর নতুন করে সরকারে যুক্ত হওয়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি