ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সাবেক সচিব শাহ কামাল গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ধারাবাহিকতায় শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। আরও দুটি স্থানে তার টাকার সন্ধানে অভিযান চলছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি