ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

এস আলম ও তার ৬ ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম এবং তার ছয় ভাইসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

সোমবার এস আলমদের ব্যাংক হিসাব তলব সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানে প্রত্যেকের মা-বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করে প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। এস আলম ছাড়াও যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে- আহসানুল আলম ও আশরাফুল আলম রয়েছেন।

এস আলমের ভাইদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, সহিদুল আলম ও মোরশেদুল আলম।

এছাড়া এস আলমের পরিবারের সংশ্লিষ্ট হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ, আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস তালিকায় রয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি