ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৮ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন মোখলেসুর রহমান। 

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী প্রজ্ঞাপনে সই করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি