ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি, আবার কোথাও ধমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি হয়েছে। শীত শেষের দিকে এ বৃষ্টিতে স্বস্তি নেমেছে জনজীবনে। 

শনিবার দুপুরে রাজধানী ঢাকার কিছু এলাকায় বৃষ্টি হলেও সন্ধ্যার আগেই পুরো ঢাকা শহরে ঝড়ো বৃষ্টি বয়ে যায়। এছাড়া ঢাকার অদূরে ধামরাইতেও বৃষ্টি হয়েছে।

গেল কিছু দিন ধরেই দিনভর ছিল তীব্র গরম, রাতে কিছুটা ঠান্ডা। পথেঘাটে বেড়েছিল ধুলা, মশার উপদ্রব। এরইমধ্যে নামল স্বস্তির বৃষ্টি। এতে উচ্ছ্বসিত সবাই। 

স্থানীয়রা বলছেন, গেল কিছু দিন ধরেই শীত কমে এসেছিল। দিনভর রোদের তীব্রতা ছিল। রাতে হাল্কা শীত। পথেঘাটে ধুলাবালি বেড়েছিল। মশার উপদ্রবে টেকা দায় হয়ে পড়েছিল। এই বৃষ্টি সেই পরিস্থিতি বদলে দেবে। পরিবেশ যেন ধুয়েমুছে সাফসুতরা হয়ে উঠলো।

তারা আরও বলেন, প্রথমে ঝড়ো হাওয়া। এক পশলা বৃষ্টির পর কিছুটা বিরতি। এরপর আবার নামল মুষলধারে। চললো প্রায় ৪০ মিনিটের বেশি। সঙ্গে ঝড়ো হাওয়ায় দুলে উঠলো গাছপালাসহ চারপাশ।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি