ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি। রাস্তা ফাঁকা। গাড়ির হর্ন নেই, নেই কর্মব্যস্ততার কোলাহল। অথচ স্বস্তি নেই ঢাকাবাসীর ফুসফুসে। কারণ, ছুটির দিনেও বায়ুদূষণের দুঃসহ চিত্র থেকে মুক্তি পাচ্ছে না রাজধানীবাসী। আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। আজ শনিবার সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ দুইয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

শুক্রবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসারস কোয়ার্টার (২৩১) এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং (২০৩)। এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  এছাএলাকাও মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসারস কোয়ার্টার (২০৫) এলাকা। 

তালিকায় এরপরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯৮), সাভারের হেমায়েতপুর (১৯৮), বেচারাম দেউড়ি (১৯৬) মহাখালীর আইসিডিডিআরবি (১৮১),  গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮০)। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে সেনেগালের ডাকার (২৬৯)। এই শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৬৫) ও ভিয়েতনামের হ্যানয় (১৬৩)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি