ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় ‘গর্বিত’ ফিলিস্তিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:১৬, ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, “বাংলাদেশের জনগণ সব সময় ন্যায়ের পক্ষে। তারা দেখছে, ৭৭ বছর ধরে ফিলিস্তিনিরা অধিকারের জন্য লড়ছে। সেই বার্তাই এসেছে—‘আমরা তোমাদের পাশে আছি’। তাই বাংলাদেশে রাষ্ট্রদূত হতে পারাটাও আমার জন্য গৌরবের।”

সম্প্রতি দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বব্যাপী ফিলিস্তিনে গণহত্যা চলছে, কিন্তু সবাই নীরব। শুধু নীরব না, কেউ কেউ সরাসরি বা পরোক্ষভাবে এতে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও কার্যকর কিছু করতে পারছে না। জাতিসংঘ চেষ্টা করলেও সীমাবদ্ধতায় আছে, কারণ যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের পক্ষে ভেটো দেয়।”

বাংলাদেশের পাসপোর্টে আবার ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্য যুক্ত হওয়াকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “এটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি অবিচল সংহতির প্রতীক। লাখো মানুষের সমাবেশ এবং এই সিদ্ধান্ত আমাদের গৌরবান্বিত করেছে।”

ফিলিস্তিন সংকটের সমাধান প্রসঙ্গে তিনি বলেন, “সমাধান সম্ভব, কিন্তু ইসরায়েল সেটা চায় না। তারা ‘গ্রেটার ইসরায়েল’ চায়। আমরা ২২ শতাংশ ভূমির জন্য ৩৫ বছর ধরে আলোচনা করছি, কিন্তু তারা কিছুই মানে না।”

হামাস-ফাতাহ বিভক্তি নিয়ে প্রশ্নে তিনি বলেন, “ভিন্ন মত থাকলেও আমাদের লক্ষ্য এক—স্বাধীন ফিলিস্তিন। আলোচনা ও শান্তিপূর্ণ উপায়েই আমরা সমাধান চাই। তবে আমাদের এক হতে হবে পিএলও-এর ব্যানারে, যাতে জনগণ ভোটে সিদ্ধান্ত নিতে পারে, কে নেতৃত্ব দেবে।”

রাষ্ট্রদূতের মতে, “ভবিষ্যত শান্তির পথে যেতে হলে বিভক্তিকে পাশ কাটিয়ে আমাদের একযোগে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি