নতুন ভূমিকায় ওমর সানী, নিলেন উপদেষ্টার দায়িত্ব
প্রকাশিত : ১৩:৫৮, ২৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:০২, ২৫ এপ্রিল ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ওমর সানী এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা এবার যোগ দিলেন করপোরেট জগতে। সম্প্রতি তিনি 'গোল্ডস্যান্ডস গ্রুপ'-এর উপদেষ্টা (অ্যাডভাইজার) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ওমর সানী জানান, “গোল্ডস্যান্ডস গ্রুপে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি। গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।”
চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও ওমর সানী সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহ থেকেই এই নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার মতে, ব্যবসা ও সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে তিনি নতুনভাবে মানুষের সেবা করতে চান।
অভিনয়জীবনে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’ প্রভৃতি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি চলচ্চিত্রে।
ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ওমর সানী বহুদিন ধরেই সামাজিক ও জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। নতুন এই পেশাগত যাত্রায় তার ভক্ত-অনুরাগীরা যেমন গর্বিত, তেমনি আগ্রহভরে অপেক্ষা করছে তার এই নতুন ভূমিকায় সফলতার জন্য।
এসএস//
আরও পড়ুন