ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নতুন ভিডিও তদন্তসংস্থার হাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৪০, ২৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে ওই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

সোমবার সকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিনে গত বছরের পাঁচই অগাস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন বলে পরে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে একজন যুবকের মরদেহ তুলতে দেখা যায়।

এবার ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করলেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে, আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুরের গণহত্যার মামলায় আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে৷ এ জন্য সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়  সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ১২ পুলিশ সদস্যকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি