ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মামলা হলেই গ্রেফতার নয়: আইন উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেফতার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, কেউ মামলা করতে চাইলে আমরা বাধা দিতে পারি না। তবে মামলা হলেই গ্রেফতার নয়। নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, যেখানে বস্তুনিষ্ঠতা নাই, সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব, সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।'

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চারর্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি