ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দাদা-দাদির কবর জিয়ারত করলেন ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের হাটহাজারীর ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে তার দাদা-দাদির কবর জিয়ারত করেছেন। আজ বুধবার (১৪ মে) বিকেলে তিনি গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে দাদা-দাদি ও স্বজনদের কবর জিয়ারত করেন।

এর আগে গ্রামের বাড়িতে উপস্থিত তাকে স্বাগত জানান স্থানীয়রা। পরে সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে উঠে চার মিনিট চট্টগ্রামের ভাষায় সবাই সালাম দিয়ে সকলে কেমন আছেন জিজ্ঞেস করেন। এরপর ছোটবেলার স্মৃতিচারণ করেন।

ফোন চুরির সন্দেহে কিশোরকে বস্তাবন্দী করে ফেলা হলো নদীতেফোন চুরির সন্দেহে কিশোরকে বস্তাবন্দী করে ফেলা হলো নদীতে
অনুষ্ঠানে চবি কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি লিট) উপাধিতে ভূষিত করে। চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি লিট সনদ তুলে দেন।

সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।

চবি প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) মো. কামাল উদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন। চবি আজ দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তনের আয়োজন করে, যেখানে ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি