ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশে ফেরেন তিনি।

সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’-এর আমন্ত্রণে সরকারি সফরে তিনজন সফরসঙ্গীসহ ১৮ ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন বিমান বাহিনী প্রধান।

সফরকালে তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

এছাড়া বিমান বাহিনী প্রধান ‘লিওনার্দো এসপিএ’-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি