ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটির সুযোগ। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর বড়দিন। ওইদিন বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলিত হওয়ায় টানা তিনদিনের ছুটি পাবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরো দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই। 

বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে। এর আগে চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছে।

২০২৬ সালের ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। তবে আগামী বছরের মোট ছুটি এবার কমে ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল ছুটি হবে ১৯ দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি