ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেবে বাংলাদেশ পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৮ আগস্ট ২০১৭

অপরাধ বিষয়ক সাংবাদিকদের পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। তিন ক্যাটাগরিতে ‘আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড’ নামে প্রবর্তিত এই পুরষ্কার প্রদান করা হবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন যেমন-জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, কমিউনিটি পুলিশিং, লোমহর্ষক বা চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন ইত্যাদি প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ক্রাইম রিপোর্টার বা সাংবাদিক বা ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ পুলিশ ‘আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেবে।

যে তিন ক্যাটাগরিতে দেয়া হবে আইজিপি অ্যাওয়ার্ড সেগুলো হলো- ১. জাতীয় দৈনিক সংবাদপত্র: জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি) প্রকাশিত অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন বা ফিচার, ২. টেলিভশন: দেশীয় সরকারি ও বেসরকারি টেলিভিশন বা চ্যানেলে সম্প্রচারিত অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন এবং ৩. আলোকচিত্র: জাতীয় দৈনিক সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত অপরাধ বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোকচিত্র বা ছবি।

আবেদনের নিয়মাবলী:

প্রতিবেদন বা ফিচার ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত হতে হবে।

আবেদনকারীকে যেকোনো জাতীয় সংবাদপত্র বা টেলিভিশন বা চ্যানেলে কর্মরত সাংবাদিক বা আলোকচিত্র সাংবাদিক হতে হবে।

জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বা ফিচারের মূল কবি এবং স্ক্যান করা সফট কপি (সিডি) জমা দিতে হবে।

 টেলিভিশনে বা চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন সিডিতে রূপান্তর করে পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ জমা দিতে হবে।

জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আলোকচিত্রের ক্যাপশনসহ মূলকপি জমা দিতে হবে। আলোকচিত্রের 8R(8″x10″) সাইজের হার্ডকপি এবং ডিভিডি জমা দিতে হবে।

একজন আবেদনকারী একই বিষয়ে একাধিক প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র জমা দিতে পারবেন না।

আবেদন এআইজি (মিডিয়া এন্ড পিআর), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বরাবর এবং ই-মেইল [email protected] পাঠাতে হবে। আবেদন সরাসরি বা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পদবি, ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পাঠাতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বা ফিচার সম্পাদক বা বার্তা সম্পাদক এবং টেলিভিশন বা চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন সিইও বা বার্তা প্রধান কর্তৃক সত্যায়িত করে পাঠাতে হবে।

খামের উপর পুরস্কারের নাম ও বিষয় উল্লেখ করতে হবে।

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১(এক) মাসের মধ্যে প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র পাঠাতে হবে।

জুরিবোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০১৭খ্রিষ্টাব্দ।

ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি