ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

আজ মহানবমী, মণ্ডপে বাজবে বিদায়ের সুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সনাতন ধর্ম মতে ‘সকল নারী দেবী দুর্গার প্রতীক। তিনি সকল প্রাণির মধ্যে মাতৃরূপে থাকেন। এই বিশ্বাসে গতকাল বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীরা রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা করেছেন।

তারা কুমারী নারীকে দেবীদুর্গার প্রতীক মনে করেন। ভক্তরা বিশ্বাস করেন, এই কুমারী এক হাতে অভয় দেবেন এবং অন্য হাতে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন।

শাস্ত্রানুযায়ী, অষ্টমী তিথি হলো সেই মুহূর্ত, যখন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধ কাণ্ড চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। রাজধানীর অন্যান্য মন্দির ও মণ্ডপে ধর্মীয় আচার মেনে মহাষ্টমীর পূজা শেষ হয়েছে। এসব মণ্ডপে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার মহানবমী পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মাত্র একদিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবীদুর্গা। দেবীদুর্গা পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।

গতকাল বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন প্রমুখ।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি