প্রধান বিচারপতিকে চাপের অভিযোগ ভিত্তিহীন : আইনমন্ত্রী
প্রকাশিত : ১৪:৫১, ৩ অক্টোবর ২০১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত। এ কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির ছুটির বিষয়টি অনুমোদনের ব্যাপার নয়। তিনি যেকোনো সময় ছুটি নিতে পারেন। এ নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যাঁরা এই অভিযোগ করছেন, তাঁরা ডাহা মিথ্যা কথা বলছেন। সরকারের পক্ষ থেকে এমন কোনো চাপ ছিল না।
আনিসুল হক বলেন, যারা প্রধান বিচারপতিকে নিয়ে গণতন্ত্র ব্যাহত করার ষড়যন্ত্রের জাল বুনছিল, তারাই তাঁর ছুটিতে যাওয়ার বিষয় নিয়ে চিৎকার করছে। তাদের ষড়যন্ত্র ব্যহত হয়েছে। মানুষ অসুস্থ হতে পারেন না? এমন তো কোনো কথা নেই। যে কোনো মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারেন।
অসুস্থতাজনিত কারণে সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি ছুটির জন্য যে চিঠি লিখেছেন, সেখানে তিনি অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। সেটা আমাদের দফতর হয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে বঙ্গভবনে গিয়েছে।
‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ কারণেই প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করে যান। আর রাষ্ট্রপতি অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালনের বিষয়টির প্রজ্ঞাপন জারির অনুমোদন করেন।
যখন থেকে তিনি (প্রধান বিচারপতি) ছুটির আবেদন করেছেন, তখন থেকেই তিনি ছুটিতে আছেন। এ কারণেই আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতির ছুটির ব্যাপারে কোনো ধরনের হুমকি দেওয়ার বিষয়টিও উড়িয়ে দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অভিযোগ যদি কেউ করে থাকে, তাহলে বুঝতে হবে তাদের চক্রান্ত নস্যাৎ হওয়ার কারণেই তারা এটা বলছে।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন, আমরা প্রধান বিচারপতিকে বিশ্বাস করি। তিনি বলেছেন, তিনি অসুস্থ, এর ওপর আমি কোনো প্রশ্ন করতে রাজি না। তিনি আমাদের যেভাবে বলেছেন... ঠিক সেইভাবে... যেহেতু সুপ্রিম কোর্টটা চলতে হবে এবং সংবিধানে যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী একজন অ্যাকটিং চিফ জাস্টিস থাকবেন। চাপের মুখে প্রধান বিচারপতি ছুটিতে গেছেন- ওনাদের এই বক্তব্য ভিত্তিহীন। এটার কোনো প্রমাণ নেই।
ইউসলেস (অনর্থক) কথাবার্তার জবাব আমাদের দেয়ার প্রয়োজন নাই। আপনারা বলছিলেন ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন, ষোড়শ সংশোধনীর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আপনারা তো রায়ের সমালোচনা করেছেন- এখনও করছেন। তাই বলা হচ্ছে চাপ প্রয়োগ করে, কোনো চাপ প্রয়োগ করা হয়নি।
//এআর
আরও পড়ুন