ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আরও দু`দিন থাকবে ইন্টারনেটের ধীরগতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবলে (সি-মিই-উই-৪) সংস্কার কাজ শুরু হওয়ায় সারাদেশে ইন্টারনেটে কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে। এ ধীর গতি মঙ্গলবারসহ মোট তিন দিন থাকতে পারে। এর আগে সোমবার রাত সাড়ে ১২টা থেকে এ সংস্কার কাজ শুরু হয়।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে সি-মিই-উই-৪ বন্ধ করে দেওয়া হয়, যা আরও দু`দিন বন্ধ থাকবে। এর ফলে আরও দু`দিন ইন্টারনেটে ধীর গতি থাকতে পারে।

তিনি বলেন, গত ১২ বছরের ইতিহাসে প্রথম সাবমেরিন কেবল পুরোপুরি বন্ধ রাখার ঘটনা এটাই প্রথম। প্রথমটি বন্ধ থাকায় দ্বিতীয় সাবমেরিন কেবল দিয়ে ১৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে। তবে এ তিন দিনে খুব একটা ব্যান্ডউইথ সংকট সৃষ্টি হবে না।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি