বুধবার বাংলাদেশ সফরে আসছেন আইএফআরসি মহাসচিব
প্রকাশিত : ২২:২৯, ২৪ অক্টোবর ২০১৭

দুই দিনের সফরে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মহাসচিব আলহাজ আস সাই। বাংলাদেশ রেডক্রিসন্ট সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
সংবা বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআরসির মহাসচিব বুধবার ভোর পৌঁনে ৫টায় ঢাকায় পৌঁছাবেন। এ দিন সকাল সাড়ে ৯টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএফআরসি মহাসচিবকে স্বাগত জানাবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মোজহারুল হক, বাংলাদেশে আইএফআরসি`র প্রধান আজমত উল্লাহ।
বাংলাদেশ সফরকালে তিনি প্রথম দিন বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে বিডিআরসিএস কর্মকর্তা ও স্বেচ্চাসেবকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ১টা ৫৫ মিনিটে স্থানীয় হাকিমপাড়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করবেন। ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পপুলেশন মুভমেন্ট অপারেশন কক্সবাজার অফিসে বিডিআরসিএস ও আইএফআরসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ওইদিন দুপুর সাড়ে ১২টায় তামরু সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
আর
আরও পড়ুন