ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। তাদের আর্থিক সচ্ছলতা বাড়ছে। এক সময় যারা একটা গাড়ি ব্যবহার করত, এখন তাদের পরিবার দুইটা-তিনটা করে গাড়ি ব্যবহার করছে। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীবাসির বহুল কাঙ্খিত মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, এতে কিছুটা যানজটের সমস্যা হচ্ছে। কিন্তু এর সঙ্গে এটাও দেখা যায় যে, তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে বলেই গাড়ির সংখ্যা বাড়ছে। যা অর্থনৈতিক উন্নয়নের একটা সূচক।

তিনি বলেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন যত হবে, সবকিছু ব্যবহার করার প্রবণতাটাও বাড়বে। সে কারণেই রাজধানী ঢাকাতে যানজট প্রচণ্ড। এই যানজট সমস্যা সমাধানে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি।

শেখ হাসিনা বলেন, যানজট প্রশমনে বিজয় সরণি ফ্লাইওভার, জিল্লুর রহমান ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। নবনির্মিত মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ হবে একই সঙ্গে সময় বাঁচবে, কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।

বক্তব্যে সরকারের নেওয়া অন্যান্য প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নব-নির্মিত ফ্লাইওভারটি নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে বলেন, ফ্লাইওভার রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, ব্যবহারকারীদের এসবের প্রতি যত্নবান হতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে মৌচাক-মগবাজার ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় ৭৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হলেও কয়েক ধাপে তা বেড়ে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ ৬৯ লাখ টাকায় পৌঁছায়।

ঢাকার কেন্দ্রভাগে অন্যতম ব্যস্ত এবং চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় চার লেনের এ ফ্লাইওভারে ওঠা-নামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে র‌্যাম্প রাখা হয়েছে।

ফ্লাইওভারটির নির্মাণ কাজ হয়েছে তিন ভাগে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ২০১৬ সালের ৩০ মার্চ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই বছরের ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোনারগাঁও হোটেলের দিকে নামার র‌্যাম্পটি গতবছর ১৭ মে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) ও তমা কনস্ট্রাকশন লিমিটেড এর নির্মাণ কাজ করে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি