ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্লেয়ারর্স বাই চয়েজ পদ্ধতির মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের দলবদল

প্রকাশিত : ১৮:৫২, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫২, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

প্লেয়ারর্স বাই চয়েজ পদ্ধতির মাধ্যমে কাল অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের দলবদল । এই বছর লিগের খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তার  দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিটনের আলোচনা শেষে এই তথ্য জানান বিসিবির সিনিয়র সহসভাপতি মাহাবুব আনাম। ড্রাফটের মাধ্যমে পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে ক্লাবগুলো । বহুল প্রতিক্ষিত দলবদলের আগে  বিসিবি কার্যালয়ে আলোচনায় বসেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। এই সময় বিসিবি সংশ্লিষ্টদের সাথে ক্লাব কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনাম। এর আগে বিভিন্ন সময়ে ক্লাবের কাছে খেলোয়াড়দের বকেয়া থাকতো। এই নিয়ে খেলোয়াড়দের সাথে ক্লাব কর্তৃপক্ষের টানাপোড়েন ছিল অনেকটাই স্বাভাবিক ঘটনা। তবে, এবার খেলোয়াড়দের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে দায়িত্ব নেবে বিসিবি। এদিকে, কলাবাগানের মালিকানা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি অচিরেই সমাধান করা হবে বলে জানিয়েছেন মাহবুব আনাম। ২২শে এপ্রিল থেকে শুরু হবে এই বছরের ঢাকা প্রিমিয়ার লিগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি