ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

জয়পুরহাটে সার মজুদ করা হচ্ছে খোলা আকাশের নিচে

প্রকাশিত : ১২:১৬, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৬, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

জয়পুরহাটে সরকারি গুদামে পর্যাপ্ত জায়গা না থাকায় খোলা আকাশের নিচেই মজুদ করা হচ্ছে বিপুল পরিমাণ সার। এতে নষ্ট হচ্ছে সারের গুণগত মান। আর  এ সার ব্যবহার করে ক্ষতির মুখে পড়ছে কৃষক। অতিরিক্ত সার মজুদ করতে নিজস্ব বাফার গুদাম নির্মানের দাবি স্থানীয়দের। গুদামে জায়গা নেই, তাই এভাবে খোলা আকাশের নিচেই রাখা হচ্ছে বস্তাভর্তি সার। শস্যভান্ডার হিসেবে পরিচিত জয়পুরহাটে শুধু ইউরিয়া সারের চাহিদাই ৪৯ হাজার মেট্রিকটন। আর টিএসপি, এমওপি এবং ডিএপি সারের চাহিদা আরো ৫০ হাজার মেট্রিকটন। খোলা জায়গায় সার রাখায় নষ্ট হচ্ছে সারের গুণগত মান। আর এই সার নিয়ে বিপাকে পড়ছেন সার ডিলাররা। ক্ষতির মুখে পড়ছে কৃষকও। বিপুল পরিমাণ এই সার সংরক্ষণে এখানে এখনও নির্মাণ করা হয়নি নিজস্ব কোনো বাফা’র গুদাম। কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণে এখনই গুদাম নির্মাণ করা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। গুদাম তৈরির জন্য এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষিপ্রধান এ জেলায় কৃষি ও কৃষকের উন্নয়নে দ্রুত বাফার গুদাম নির্মাণে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি