ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

গাইবান্ধায় মরিচের বাম্পার ফলন

প্রকাশিত : ১২:১৬, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৬, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় আগামীতে মরিচ চাষে আগ্রহ বেড়েছে নদীভাঙ্গন কবলিত এই এলাকার মানুষের। বিস্তীর্ণ চর জুড়ে অন্যান্য ফসলের পাশাপাশি মরিচের ক্ষেত। ফলনও হয়েছে ভালো। পরিপক্ক হওয়ায় মরিচ তোলা হচ্ছে জমি থেকে। এই অঞ্চলে আগে মসলা জাতীয় ফসলের আবাদ হলেও এবার বেড়েছে মরিচের চাষ। ফলন ভালো হওয়ায় মরিচ বিক্রি করে লাভের মুখ দেখার আশা করছেন চাষীরা। আগামীতেও মরিচ চাষে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের তথ্যমতে, এবার গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় এক হাজার ৮শ’ ৪৪ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি