ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বার্নি স্যান্ডার্সের কাছে আবারো হারলেন হিলারি ক্লিনটন

প্রকাশিত : ১২:১৪, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৫, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মনোনয়নের লড়াইয়ে বার্নি স্যান্ডার্সের কাছে আবারো হারলেন হিলারি ক্লিনটন। ইয়মিং অঙ্গরাজ্যের ককাস’সহ সবশেষ ৯ অঙ্গরাজ্যের ৮ টিতেই জয় পেলেন স্যান্ডার্স। তবে চূড়ান্ত মনোনয়ন পেতে তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। যদিও এখনো প্রায় আড়াইশ ডেলিগেটের সমর্থন নিয়ে কিছুটা এগিয়ে আছেন সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন। তার ঝুলিতে এখন পর্যন্ত জমা পড়েছে ১৩০৪ ভোট আর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১০৭৫ ভোট। এ জয়ে ১৯শে এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রাইমারিতে অনেকটাই এগিয়ে থাকবেন স্যান্ডার্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি