ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সুপ্রিম কোর্টের বাণী অর্চনায় প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪৫, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বাণী অর্চনা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা।

আজ সোমবার বেলা ১১টায় বাণী অর্চনা পরিদর্শন করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  অমলেন্দ বিকাশ  রায় চৌধুরী প্রমুখ। 

এসময় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা জানান তিনি। পূজা উপলক্ষে বাণী অর্চনা, অঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শঙ্খধ্বনি, ভক্তিসংগীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

টিআর/এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি